শুরু থেকে শেষ
তুমি ছিলে বলে,
অবুঝ কান্না থেমেছিল,
ভেঙেছিল কত ঘুম,
সেই তো আমার অহংকার।
দু কলি গানের সুরে
এমনি করে পাগল হতে বলে,
বাউল হলো হৃদয় আমার।
দুঃখ শূন্য করে যে সুখ দিলে মোরে,
কতটুকু আর ফিরাব তোমায়!
আমায় রাজা করবে বলে
পূর্ণ প্রাণে ফকির হলে
ভালবাসার সে ধন-রতন আমি রাখব কোথায়?
সেই তো আমার অলংকার।
আর কিছু কি চাওয়ার থাকে?
শুরু থেকে শেষ
তুমি ছিলে বলে
পর্বতের শিখরে বসা তপস্বীর মতো ভেবেছি
তোমাকেও বুঝেছি আমি;
অথচ কতখানি রয়ে গেল বাকি...