দূরত্ব কমছে যত,দূরত্ব বাড়ছে তত,
স্বার্থ আজি বিকট স্বরে করছে চিৎকার।
সহস্রকাল তুমি আমি স্নেহের জোড়ে রইব বাঁধা,
কিসের তরে হৃদয় তোমার ব্যাকুল হলো আজ?
'এক সমুদ্র নোনার মাঝে,
লক্ষ্য কোটি জীবন বাঁচে
ঘাত প্রতিঘাত সইব আঘাত ভাঙব নাতো আর।'
আবার বলো ,আর একটিবার
সময় বুঝি পালিয়ে যাবার?
এইবারে যে তুমিও নিজের স্বার্থে হলে পর।
মরণ যদি হওয়ারই থাকে,মৃত্যু তবে আমারও হোক।