আটটি বছর পার ...
একদিন হঠাৎ যদি আবার তোমার দরজায় গিয়ে দাঁড়াই,
তুমি অবাক হবে কি?
তোমার তুলির আঁচড়ে একটি রঙ যদি আমিও ভরি,
অবাক হবে কি?
শূন্য হাত বাড়িয়ে যদি মুঠো মুঠো স্নেহ চাই,চাই ভালবাসা,
তুমি দেবে না কি?
তোমার প্রদীপের শিখায় দাহিত হোক অন্তর আমার,
তুমি কি দেবে না সেই আলো?
...জানি ক্ষমা করেছ,বহুকাল আগেই,
তবে কেন ,আমি আজও আছি বসে দূরে,
নিজেকে ক্ষমা করাটা কি এতটাই কঠিন?