তার ঠোঁটের অনু্রণণে দেখেছি ভয়
তার চাহনিতে শুভ্র বিজয়,
কপালে আবির রঙের ছটা
সে কি চিন্তায় মগ্ন জটা,
ফুরিয়ে যায়, স্রোতের সময় ফুরিয়ে যায়
কত আবেগের,কত নীরবের খেয়ালি ভালবাসায়।

কোন সে দিনে তার ঘরের চৌকাঠটায়
উঁকি দিয়ে এসেছি ফিরে।
দেখেছি গহীন,গভীর স্নেহের
বাঁধন গিয়েছে ছিঁড়ে।
কুড়িয়ে যাই ,খন্ড টুকরো শীতল স্নেহ কুড়িয়ে যাই
আমার প্রাণের ,কত সোহাগের আপনি আলোছায়ায়।

হয়তো সে রাতে তার স্মৃতির মায়ায়
দেখেছি অন্ধকার ।
খাটের শিরে,ফুলের ডোরে
জমাট ধূম্র আবার।
মিলিয়ে যায়, নির্বাক অশ্রু বহ্নি শিখায় মিলিয়ে যায়
কোথায় পাই সে জনে, কোনখানে আর?