ঘর অন্ধকার!!

শিউলি শীতল মিষ্টতার,
শরৎ মেঘ, মেঘবলাকার
এই হলো অবসান।

অস্তমিত চাঁদ তারা সব,
ঘড়ির কাঁটায় ভোরের রব
আকাশখানি জানালা দিয়ে উঁকি মেরে ডাকে।

শিয়রে বসা মূর্তিখানি
ঘুমপাড়ানো গানের বাণী
বাহির অন্তর এক হয়ে যায় ,
শিশুগুলোর কান্নায়
এক দুঃস্বপ্নের বন্যায়।

দুয়ার ভাঙা বরান্দায়
ছুটেই পালায় তৎক্ষণাৎ,
সূর্য ভরা আগুনে সব ,
ছাই হয়ে যায় অনুভব,
ঘুমভাঙানি গানের খোঁজে
সপ্ত সাগর পার;
একটি পাখি,একটি ভ্রমর কে কোথায় আর?

আর কবে এই পৃথিবী এমন করে কাঁদবে?
আর কি কভু দুঃস্বপ্ন স্বপ্ন হয়ে আসবে?