কবিতার স্রোতে ভাসে নৌকা আমার,
ডুবতে সে চায় তোমাতে।
আগামি বছর প্রকাশিত হবে,
নীরবে,নির্জনে,নিভৃতে।
কবিতার মোহে মাতে স্বপ্ন আমার,
লুটাতে সে চায় তোমাতে।
অরণ্য, সাগর,পৃথক নগর
সাজে বরষার শেষ দিনেতে।
কবিতার ছন্দে সাধে সুর আমার,
গাইতে সে চায় আবেগে।
বিহান সেতার, অরুণ বীণার
রাগ ওঠে নববৈভবে।
কেন বিষাদের সুর? পরিযায়ী পাখিটার মতো।
আধুনিকতা ডাকে......
কাঠের ফ্রেমে ফিকে হওয়া ভাবে বর্ণকটি
রূপোর ফ্রেমের অটোগ্রাফে সোনালি হরফে ফুটি।
তাই আমার শূন্য ঘরে,কলম গুমরে মরে
কোথায় কবি?
চকিতে কন্ঠ আসে ভেসে
আমি আছি আলোতে আধাঁরে,
নীরবে কুজনে,স্বপনে জাগরণে,
অন্তরে অবয়বে,আর আমি আছি অনুভবে ।।