"লেখাপড়া"

মাটির পুতুল, রং পেনসিল
খাতার পাতায় হিজিবিজি,
বাবা শেখায় হাতটি ধরে
অ-আ এর কারিগরি...

সোনামণি অ'- এর মাথার গোল পাকিয়েই উল্টে পড়ে বিছানায়......

সে বলে...
খাতার পাতার থেকেও ভালো--
চাদর ,মেঝে ,দরজা, দেওয়াল,
সোনামণি লিখবে সেথা
আজকে তার মনের খেয়াল।