সকল ব্যথা উজাড় করে দিলাম তোমার কাছে
শবরী, এখন তোমার অন্য নাম।
স্ফটিক স্বচ্ছ এই সকালে
একটু শুধু স্নেহের দাবি
আর কিছু নেই চাওয়ার আমার,
তোমার ছায়ার অতলে
জানি, সে শুধু আমার নয়
তবু জানি, আমারও সে ....