কাগজের পাতা
কাগজের ফুল
কাগজের ফুল ঝুড়ি,
নৌকার মাঝি
গোধূলির সাঝি
আকাশে আকাশে ঘুড়ি।
আগুন রাঙা
কিছু কিছু ভাঙা
মেঘেদের ঘরে ঘরে
অচেনা চড়াই
তবু 'তাই- তাই '
আমার বালুচরে।
বাতাসের কানে
কী যেন গোপনে
বলা হলো 'আমি আছি'
শোনেনা শোনানো
বোঝেনা বোঝানো
কাটাকুটি ,বাছাবাছি!
নৌকার মাঝি
গোধূলির সাঝি
ফিরে কি আসে আবার!
গোলাপি খিরিশ
পথিকের শিষ্
শূন্য সে দিঘি পাড়।।
##প্রকৃতিবিষয়ক