"এক জীবনে"

জীবন
...যেন একটা মস্ত রাজবাড়ি ,
আর তাতে বড় বড় পোট্রেট-"সম্পর্ক"এর,
যেটি যত যত্নে আঁকা সেটি তত স্পষ্ট, মৃত্যুঞ্জয়ী ...



**আজ আসরের প্রিয় কবি সুমন চৌধুরি মহাশয়ের কবিতা "ভালবাসার জন্য একটিই জীবন" কবিতায় মন্তব্যে করতে গিয়ে তৈরি হল "এক জীবনে"।তাই লেখাখানা তাঁকেই উৎসর্গ করলাম।প্রিয় কবি আমার প্রণাম নেবেন।