"দুয়ে দুয়ে পাঁচ"


কিছু নিয়ম মন্ত্রজালে,কিছু নিয়ম হোমানলে
গরম আগুনে ধুনোর শিখা হাতের তালে দুলে ওঠে।
মাটির সরায় ধূসর ছাইয়ে
ভক্তি,উক্তি বীজ।

আর উষ্ণতায় পীড়িত,অবহেলিত-
হাত রেখা---'আত্মবিশ্বাস' এর।