। স্টোনচিপ।
সাইকেলের টায়ার ,
ছোট্ট একটা লাঠি।
বোতাম ছেঁড়া
সুস্থ পকেট ,
কাঁচের গুলি
আর বাঘবন্দির ঘুঁটি।
পাঁচটা স্টোনচিপ
একটা বিকেল,
টই টই পথ
অকাল পথিক।
কালো মেঘের হাওয়া
.......দৌড়
আমবন
কৎবেল।
স্টোনচিপ পায়ে পায়ে
উঠোনের কোণে জমা রাখে একটা বিকেল।