"রান্নাবাটি"
পদ্ম পুকুরটা খালি হয়ে গেল
এর কিছুদিন পরে আতপ চালের আলপনা,
ঐশ্বর্য্য।
তারও পরে আতসবাজি, আলো
ধোঁয়াশা ঢাকা ভোরে অদৃশ্য শুকতারা।
কুলোয় আখ পিটিয়ে প্যাঁকাটি বিড়ি
এদিনে বুড়ো ,কচি সবাই ভৃঙ্গি।
তারপর কপালে চন্দনের ফোঁটা
এক এক করে বাড়ে আয়ু
একটা করে কাঁটা প্রতি বছর
জীবনের উল্টো গুণতি
কখন যে কাঁটা গুলো যমের দুয়ার ফেলে
হৃদয়ে এসে পৌঁছায়,
কেই বা বলতে পারে?
একান্ন থেকে একে
শূন্যে...
মলের সবচেয়ে দামি জামাটায়
সবচেয়ে আনন্দ লেগে থাকে,
সবচেয়ে দামি উপহারে সবচেয়ে বেশী
ভালোবাসা।
আত্মার সাথে দর করে চলে জীবন,
যতক্ষণ না উৎসবে,উপহারে,
হিসেবের রসায়নে
ভালোবাসার দাঁড়িপাল্লায়
নিজেকে মনে হয়
হালকা,
একেবারে পালকের মতো।