"একটা সমস্যা বটে "


যদি কিছু দেখতে না চাও
চোখ বন্ধ করে নিও,
কোনো গন্ধ যদি ভালো না লাগে
শ্বাস বন্ধ করে দিও,
কথা বলতে না চাইলে
বোলো না,
ঘুম না এলে
ঘুমিও না,
খেতে মন না চাইলে
না খেয়েও থাকতে পার,
আর  শুনতে না চাইলে
শুনতে না চাইলে!
উমমম্ শুনতে না চাইলে.....