"আবহ"

আমি নয়, চক্রবূহ্যে বন্দি হোক নিয়ম নিধি।
বিষ মরে যাক বিষের জ্বালায়
শুকনো কাগজ ভিজুক জলে
কাঠের ঘোড়া, শীতল কোঠা
অঙ্গারে স্নান করুক।
শেষটাও শেষ হোক নির্বিঘ্নে
নিজের মতন।

অপেক্ষায় রোদ্দুর,আগামীর নতুন ভোরে।