ক্ষোভ নিয়ে কি বেঁচে থাকা যায়?
ঋণাত্মক চিন্তা যেন শশ্মানবাসী
ছাই ভস্ম উড়িয়ে বাতাসে
দণ্ড, কারাগারে দিন আরও এক।

তার চেয়ে বরং মুক্তি ভালো
ফাঁক ফোকর যত এড়িয়ে চলো
যুক্তিবাদে তাল মিলিয়ে
নিরপেক্ষ বিচার গড়ো
একটু সময় ভাবতে নিয়ো।