ফাগুন এলেই উধাও মন
তেঁতুলফুলে লুটোপুটি।
ফাগুন এলেই শীত ফুরোনো
মরণ বারণ সবার ছুটি।
ফাগুন এলেই নতুন সকাল
"জাগতে হবে " বলে।
ফাগুন এলেই তোমার দাওয়ায়
রঙের প্রদীপ জ্বলে।
ফাগুন এলেই পথ ভোলা এক
সে কোন পরিযায়ী!
ফাগুন এলেই চাঁদ হারা রাত
চাঁদকে পাবে জানি।
ফাগুন এমন, আসবে তুমি
অপেক্ষার ই শেষে?
ফাগুন আবার জন্ম নেবে
তোমার ফাগুন দেশে!