যদি তুমি একলা যেতে পারতে
হারানোর থাকত না কিছুই।
ডাকনামে সাড়া দেওয়ার অভ্যেস
বদলে যেত না।
খাবার পাতে পুঁইশাকের ডাঁটা তুলে দিতে গিয়ে
হাতটা সরিয়ে নিতে হত না।
থালার এক কোণে ওরা অসহায়ের মতো চেয়ে থাকে...
আমায় নিরুপায় হয়ে উঠে আসতে হত না
কান্না গিলে।
কপালের চুম্বন দাগে স্পষ্ট হত না বলিরেখা,
গ্রীষ্মের জ্বরে পুড়ে যাওয়া দেহ
শীতলতা হারাত না।
শিয়রে আমার সদ্যোজাত অমাবস্যা,
যদি তুমি একলা যেতে পারতে ---
কোজাগরী চাঁদে....
**********************
(সব্বাই বলে, একাই এসেছি,একাই যাব।খালি হাতে এসেছি, খালি হাতে যাব। সেও বলত।বলে তো বেশ পালিয়ে যায়। ফিরে তো আর আসে না,আসলে দেখত, কী কী নিয়ে গেল। ওহে আমার পৃথিবী,শুনে রাখো, আগে ভাগে বলে রাখলুম আমি কিন্তু ঢের ঢের বেশী কিছু নিয়ে যাব...।))