দাউ দাউ করে জ্বলছে আগুন
পথে পথে
সভ্যতার নষ্ট চাকায়।
তারই কালো ধোঁয়ায় হারিয়ে যাচ্ছে পৌষে ধানের ক্ষেত,
একের পর এক ঘর, আঙিনা- তোমার আমার।
অক্ষমতার দাবানলে দগ্ধ হতে হতে নেশা লেগেছে
আগুন নেশা।
আগুনে ঝলসায় ভাত
পুড়ায় শরীর সড়কে,
মৃত বিদ্রোহ, ছাই চেপে রয়
আগুন তরবারি মোড়কে।

দাবানল? আগুন,
যদি পারো নিভিও হেসে।
খবর রাখো না কি?
সাতমহলা কাঁচের ঘর হাত সেঁকে নেয় শীত রাতে
ঝুপড়ি পুড়ে যায় অবশেষে।