রেশমি ওড়নার দল,ছুঁয়ে গেল মন,
খরখরে শুকনো পাতা,কিছু বলা না বলা কথা
শব্দ বলে গেল কানে।
হয়নি তো সেই স্বপ্নের ভোর,চোখ গেল পাখিটার ডাকে,
পথিকের পথ পড়ে আছে ফাঁকা ক্ষণেক্ষণ পিছু হাঁটে,
ভাবিনি সৈকতে হারিয়ে যাব,
ভাবিনি নিয়মেতে মিশে যাব,
শুধু অচেনার ঘর।
কোথায় সে অভিমান বন্ধ দ্বারের টান
চুপি চুপি ভেজা আলোর স্বর,
প্রেম;স্বপ্নেতে আস, জাগরণে ভাস
কোটি কোটি ভীত আলাপনে মিশে যাও আমাতে
তবু ঘর চাই!
যেথা অনুভবে মিশে কৌতুকে হেসে
দাঁড়াবে দিনশেষে
নবরূপে তুমি সাজবে ,সাজাবে
মনে মনে জানবে, জানাবে
তুমি জীবনের দান,প্রেমের শিখার আলোকে তুমি দীপ্তমান,
বধূ;জনমের দান নিয়ে যেন থাকি চিরকাল
পাশে থেকো তুমি,যেমন মিশে থাকে রং ক্যানভাসে,জুঁই সুবাসেতে ,ঢেউ সাগরেতে।।
আমি তো জ্বেলেছি দীপ আপনার ঘরে
আমি তো খুঁজেছি তার শিখাটুকু
আমি করেছি প্রতীক্ষা এক যুগ কাল
তুমি দাঁড়ালে এসে ভোরে
জানি ভরাতে হবে আঁখিজলে
বলতে হবে আমার কথা ,কি আমার যোগ্যতা
অথচ আজ ভবঘুরে শ্বাস আমায় করেছে অবিশ্বাস
তাইতো বলা হলো না কিছুই
যে কথা ছিল মনে,
বুদবুদের মতো উবে গেল ক্ষণ,আর তাতেই
একটুকরো রেশমি আলো প্রতিফলিত হয়ে পড়ল আমার চোখে
বললেম, আমার প্রতিবিম্বের দর্পণ হবে তুমি?
এই ভাসমান মেঘটার মধ্যে এক কণা বৃষ্টি
গোলাপ নয় গন্ধরাজ দেব তোমায় উপহার,
আমার অন্তরার মুখরা হবে তুমি,
আমার দোতারার একটি তার,
সে উত্তর দিয়েছিল ,
ঋণী থাকলুম তবে_____
বন্ধনে জড়ালেম সেদিন,
মুক্ত হলেম সেদিন
চাওয়া না পাওয়ার ভিড়ে
সময় দিয়ে নয়,হৃদয় দিয়ে পেলেম তোমায়।।