বিশ্বাসের কাছে জমা আছে হৃদয়ের অন্তিম আবেগটুকু।
যদি পূর্ণ অমানিশায় 'তারা' হাতছানি দিয়ে ডাকে
আমি ফিরিয়ে দিই।
শতদ্রু ,অজয় কিম্বা ইছামতী
আজও তোমায় ভুলে যায়নি।
তাই শীতের নির্মম অমানিশা রাতে তুমি যখন একাকী নদীচরে আসো পূর্ণিমা এনে দিতে,
আমি তখন অপেক্ষা করি একটি জন্মান্তরের।