দিনের কুহক ঝিমায় বসে মোড়ার 'পরে
বিকল হৃদে রক্ত বহায় পেসমেকারে।
গন্ডা ,সিকি, পণের হিসাব অনেক দিনের
ওজন কমে ওজন বাড়ে খুঁটির বাঁশের।
চারদিকময় সসাগরা ভ্রান্ত আবেগ
তার জলেতেই নৌকা ভাসায় অনেক পথিক।
চলতে চলতে স্বপ্ন দেখে হঠাৎ ঝড়ের
সামনে যে তার অটল প্রাসাদ ছাউনি খড়ের।
বৈপরীত্যে জবরদখল তোমার আমার 'আরশিনগর'
দাম মেটে না দাম মেটে না, বিহান ডাকে রুগ্ন কবর।
নকশি কাটা জাঁকজমকে আলেখ হটায় স্বল্প জনে
মলাট মোড়া আসল নকল, হিসেব অতীত মানুষ দলে।