দেখো, আমি যদি সামান্য কিছুও করি
সেটাও ফলাও করে বলতে হবে
নইলে আবার ভাববে বুঝি মৃত ...
এখন শত হস্ত দূরে ময়লা জমিন যত
মোছামুছির ভান করলেও-
বড্ড বেশী কর্মঠ।
অতএব হিসেব নিকেশ কষে ভান করা চাই প্রচুর।
কানাকানির রেশ
চোখ থাকলে কানের অবিশ্যি দরকার নেই বিশেষ
তবে চোখের কাছেও হাজার চয়েস
কোনটা ছেড়ে কোনটা... প্রশ্ন আসে বটে ।
ধুর্ ছাই
এই তো সবে জন্ম হলো, দেখছ না কি ছয়টা মাস বয়স মোটে....
হাঁটবে ছুটবে ভানের হিসেব কষবে না হয় আর একদিন
আয় দেখি তুই মন খুলে হামাগুড়ি দিই....
😜