সহানুভূতির গপ্প শুনি
নাড়ি ভুঁড়ি করে টনটন
গুড় ভরা ট্যাঁকে পিঁপড়ের হানা
হুটপাট করে দানধ্যান।
গুড় দেখে শুনে মাছি ভন্ ভন্
ঝাটা নিয়ে কচাকচি
কাঠি গিয়ে লাগে বোলতার চাকে
বাঁচাই? কি করে বাঁচি?



( উৎসর্গ- প্রিয় কবি ফারহাত আহমেদ)