সময় যখন খারাপ যায়
তখন ভেজা সড়কেও আগুন লাগে
হৃদয় তো আর উন্মুক্ত নয়
যে দমকল খবর পাবে!
সে দিকে দুঃখ নেই
চোখের জলে কমতি নেই,
ভাবছি কিন্তু অন্য ফাঁড়া
তেল ছড়িয়ে গেল কারা ?

********************