গল্পকথায়,অন্যমনায়
অল্প সেনা সৈন্য আমার
ভাঙল তোমার পর্দাঘর!
আড়াল বইয়ের তাকে,
সময়ের কোনো ফাঁকে_
রেখেছ কি তুলে আমার শব্দছক?
বলেছিলে,
পরিচয়,সে তো সময়ের অপচয়,
মোহ, সে তো ভাললাগার,
আলো,সে তো মিছে আশার।
কত প্রশ্নের উত্তর সব দিয়েছ গোপনে।
আজ,
বোঝা না বোঝার ক্ষণে
কেমন করে সব ওলটালে-পালটালে!
মৃত গ্রামের শেষে,যেখানে পথ চলে যায় বেঁকে_
তার সীমানায় তোমার বাড়ি?
সেদিন,
দরজাপাশে দাঁড়িয়েছিলাম,
অবাক হয়ে দেখেছিলাম,
তোমার দেওয়াল জুড়ে বেনামি ক্যানভাস
সাজানো শব্দেরা শব্দছকে.....
তারপর,
ভেঙেছি নিজেকে যত,
যত্ন করেছ তত
আজও আছি তাই।
কপাল ছুঁতে চায় তোমার মাটি,
আর ভালবাসা আকাশ
আমি দেখি যে স্বপ্ন,
তুমি তার রচয়িতা।
চেয়ে দেখো
জীবনের দিনগুলো সকৌতুকে দূরে চলে যায়
প্রয়োজনের অনীহায়।
আজ অভিযোগের পর্ব শেষ
নতুনভাবে বাঁচার উন্মেষ , তোমার ভালবাসায় ।।
............................................................
বোঝা,না বোঝা একদিনের ,সত্য প্রেম চিরকালের।