বিজ্ঞাপনের হাটে অন্যমনস্ক হয়ে পড়েছি
তখন হঠাৎ রেডিওর বুক শান্ত করে সরোদ বেজে উঠল।
আমার চেনা রাগ
আগে বহুবার শুনেছি বটের ঝুরিতে দোল খেতে খেতে
চোখে চেয়ে রামধনু ছুঁতে ছুঁতে
দিন বেশী নয়,
আজ বছর পাঁচেক হবে
পুরাতনী সে বটের শেকড় গেছে মরে।
তোমরা যারা দৌড়াদৌড়ি করে এই শীতের শুরুতে
বোটানিকাল গার্ডেন ,চিড়িয়াখানা দেখতে গেলে ,
তোমরা জান না হলুদ পাখির ঠোঁটে বটের লাল ফল দেখতে কেমন লাগে।
বাদল পোকা উড়লে প্রথম মাটির ভিতর থেকে
কোন সে সুরে একটা ফিঙে সান্ধ্যভোজের চিঠি পাঠায় তার সাথীদের।
শালিক যখন স্নানের পরে রোদ পোহাতে আসে
সবুজ বট কেমন করে ছায়া তার সরিয়ে নেয়।
কি ভালই না হতো সে দৃশ্য ভুলে যেতাম যদি
হাতে হাত ধরে বেড়াতে যেতাম বোটানিকাল গার্ডেন,
দেখতে যেতাম চিড়িয়াখানায় হাতি বাঘ,আর কুমির
সময় কাটাতাম কোনো সরোবরের তীরে
সে স্মৃতিও তো সৌখিন নয়
ধান জমি লাগোয়া ছোট্ট পুকুরটাকে আমি সরোবর ভেবে এসেছি
সেই কোন কাল থেকে,
কেউ কোনোদিনও আমার ভুল ভাঙায় নি
ভুল সরোবর কোথায় পাব আর একটা
যেখানে লম্বা লম্বা কালো পায়ে সাদা বক হেঁটে বেড়াবে পাড় বরাবর ,
পদ্ম পাতা দুলবে জলের ঢেউয়ে
ওদিকটাতে থাকবে কলমি ফুলের আসর
একটা ঝুঁকে পড়া ডাবগাছ
ধানের ছায়া দেখব জলের কোলে
তারপর হঠাৎ একদিন শঙ্খ লাগবে দুটো সাপে
রাষ্ট্র হবে সে খবর
দেখতে যাবে সবাই ,
আমি ছোট বলে মা আমায় বন্ধ করে রাখবে ঘরে
আমার একঘেয়ে বায়না এবারেও হেরে যাবে
আমি ঘুমিয়ে পড়ব কেঁদে কেঁদে,
আর প্রার্থনা করব সে ঘুম যেন সেই পৃথিবীতে ভাঙে ঠিক যেখানে আমি ঘুমিয়ে পড়েছিলাম একদিন
ভুল সরোবরে গোলাপি পদ্মের পাতায়।