বাতানুকূলের ঠান্ডা হাওয়ায় নিভু নিভু বিদ্রোহী

গরম পিচে বেওয়ারিশ লাশ,তার
চোখের কোটরে 'টাইপ-রাইটার' এর খট-খটা-খট
পরিবর্তন....বিবর্তন......পরি...

স্কুল ড্রেস পরা শিশুটির মুঠো হিঁচড়ে টেনে ছাড়াবার চেষ্টা করছে কেউ যেন ।।

.....................