মশলাদানি,মশলাদানি
আজকে তোমার ছুটি
আজ বাড়িতে মায়ের হাতে তালফুরুলি,রুটি
সকাল সকাল এমনি সুবাস
হৃদয় হলো খুন
খাদ্যরসিক নয়কো আমি
মিষ্টি তালের গুণ।
রান্নাঘরে উঁকি-ঝুঁকি
কখন হবে শেষ,
আর যে পারিনা বাপু;
হয়েছে তো বেশ!

টুপটাপ এক দুটো
মুখে পুরে দিয়ে যাই
মা'র হাতে যাদু আছে ,
আরও কিছু খাওয়া চাই।
তাড়াহুড়ো করে শেষে
জিভ,ঠোঁট,হাত পোড়ে,
মা বলে,তাল পিঠে বাসি
হলে স্বাদে বাড়ে।
আমি বলি,দেখো মা,
আমি তো কত্ত ছোটো
অত-শত বুঝি না তো,
মন প্রাণ দিয়ে তাই
হ্যাংলাটি হয়ে যাই।