" শাপ "

যেখানে চাঁদ রাতদুপুরে
নিয়ে তোমায় আমায় কাব্য করে
সেই আঁধারি আকাশতলে
হায়না কুমির পাশা খেলে।


" অভিশাপ "

যখন জীবন একলা পথে
থমকে দাঁড়ায় অতীতমুখী
সমাজ বিধির পুঁথি হাতে
মৃত্যুও কি হয় গো সুখী?