"নিমগন করম"

ভাবলেশহীন করে রেখো না তাকে আর
দাও ঢেলে তোমার দুমুঠো  প্রাণ,
তার প্রবাহে নদীর মতো তুমিও ভেসে যাবে
অকুল দরিয়ায়, রবে না পিছুটান।।