মামণি;
চোখে কেন জল
কাঁদো ছলছল্,
খাবে কি লজেন্স দানা
রকমারি স্বাদে আনা
আমি ফেরিওয়ালা
এসে গেছি,
দিদিভাই,দাদাভাই
এসে গেছি।
যাই চলে ওই পাশে,
দিদিমণি;
চুপচাপ কেন বসে?
যেতে হবে পথ বহুদূর
মুখে চিড়ে-ভাজা,চানাচুর
সময়টা যাবে কেটে,
চিপস্ এর প্যাকেটেতে,
দামটা তো বেশি না
দশে সবি যায় কেনা,
আর নয় ভাবনা
দাদাভাই;
ঝালমুট,মটরে
মুখে হাসি ফোটেরে,
বউদি-কে  দিন কিনে
খোকা মজে টিনটিন -এ।
আর কেউ?
খাবেন কি?
গাড়ি চলে বনবন্
এসে গেল দমদম
"শুভম যাত্রম্"
আমি চলি !
আমি ফেরিওয়ালা,
আসি তবে এবেলা।।