দুচোখ জুড়ে ভরা ডুবি
কষ্টেরাও একলা বড়ো,
একটা দীর্ঘশ্বাস চোখকে লুকিয়ে।
দপ্ দপ্ দপ্ নীলচে আলো
জ্বলা নেভার মাঝে
সময় যতটুকু,
ততটুকুই না হয় গেছে রেখে।
তুই না ভীষণ গল্প লিখিয়ে,
ছিনিয়ে নিয়ে আয়;
হতেই পারিস স্বার্থপর
এক মুহূর্তের জন্য......
পারি না রে....
ঘর জুড়ে ছেঁড়া কাগজে ছন্নছাড়া অনুভূতি,
মালা গাঁথার সুতোটা,
আমি হারিয়ে ফেলেছি,
আজ প্রথমবার
হারিয়ে ফেলেছি।