দ্বিতীয় শ্রাবণ মিথ্যে মনে করো?
জানো,মিথ্যে বলাও অন্যায় কিছু নয়,
ঝড়ের আভাসে পাখিদের ডাক থামলে
কোনো প্রিয় ছাদ ভৈরবী নেচে যায়।
মাদল মাদল মেঘের ডাকে মিশে
নুপূরের রিনি পূবে পশ্চিমে ভেসে,
ফিরে আসে তার দ্বারে
আজো অন্ধকারে,
জানো মিথ্যে বলা অন্যায় কিছু নয়
দ্বিতীয় শ্রাবণ সত্যি যদি হয়।
তিমিরের নেশা ভেঙেছে অধীর বাতাস
বৃষ্টিহীনা ঝড়ের পূর্বাভাস,
সে নাচে তখন উদ্দাম আলো হতে
এক সিকি বাঁধা সাদা ওড়নার খুঁটে...
নীড় খুঁজে চলে থাকার কার্যকারণ
তবু মিথ্যে হারার মিথ্যে মানা বারণ।
তাই তারই দেওয়া সাদা চাদর উপহারে
কত ধুলো বালি ময়লা এসে ধরে,
ভীষণ স্পষ্ট,
ধূসর অবশিষ্ট-
যেথা সব রঙ সমাহিত, লাল-নীল-বেগুনি..
অকালীন সাদা সৈকতে সেথা ঘুমিয়ে পড়ার গ্লানি।