"" ভোঁ ও ও ও ও...* ""
লাটাই, ঘুড়ি, মাঞ্জা সুতো
ফ র্ র্ র্ হাওয়ার গুঁতো
ছাদে বিল্টু
মাঠে বাবলি
জমিয়ে হবে প্যাঁচ;
অধীর হয়ে
পুঁচকে, পাঁচাই
কখন হবে ঘ্যাঁচ।
ওদিকে ঘুড়ি
এদিকে লাঠি
কে কাটবে ?
কে লুটবে ?
হাওয়ার বেগে
কে ছুটবে ?
সবার হৃদয় স্থির....
টান দিয়েছে বিল্টুবাবু
বাবলি দিল 'সল'
সুতো সুতোয় ঠেকার আগেই
অবাক ফলাফল।
অধিক টানে ঘুড়ির কাগজ
এফোঁড় ওফোঁড় ধাঁ
'কাঞ্চা' নামে দুলদুলিয়ে
পুঁচকে পাঁচাই হাঁ ।।
(** 'কাট্টা আর হলো কই? 😁)