খুনসুটি
১
মাঠেতে জল টইটুম্বুর
ডুবডুবাডুব পানকৌড়ি,
বকের পালক খসিয়ে নিয়ে
ছানা ইঁদুর দেয় সুড়সুড়ি!
২
গরম ছাদে কাঠবেড়ালি
ছুটছে কেমন লেজটি তুলে,
লেজের আগায় ফড়িঙবাবা
বিনামূল্যে 'রাইড' চড়ে।
৩
চোঙা চোঙা চোঙা
ফাটাই দিছি ঠোঙা
মাটির খোলে 'কু'
দুম ফটাস্ ফু।