"মেলা"

মেলা মেলা মেলা
ঘুরছে নাগর দোলা!
খোকা খুকু ঘোড়ার পিঠে
বন্ বন্ বন্ ঘুরছে সুখে
উড়ছে মনের চালা,
বেলুন ফাটার খেলা-
রান্নাবাটি, চশমা, চুড়ি
মাটির পাখি, গামলা, ঝুড়ি
নিত্য নতুন রুমাল, ঘড়ি
খাবার পাতে মশলা মুড়ি-
ফুচকা, আলু-কাবলি, ছোলা,
ঘুঘনি, পাপড়, জিলিপি ঠেলা-
রসে রসে রসোস্বাদ
সরল সুখী জীবন আবাদ ।।

          🎈🎈🎈🎈🎈🎈🎈🎈