"আলুর দম"
টক টকাটক টাইপ দাদু
কাবার হচ্ছে রাত
কলম চিঠি সিকেয় এখন
ডাকবাক্স কাত।
লিখছি সবাই পদ্য এখন
হাতের লেখা একই
আগে দাদু পড়তে গেলেই
দাঁত ভাঙত সবই।
ব এর ঘাড়ে কেডা বাপু
ঊকার গেল কই?
ভাবছ মাত্রা ছাড়ান দিলে
পারটি পাবে সই?
মজাই মজা আমাদের আজ
শিখতে হবে কম
সকল কাজে টাইপ কাগজ
ফটকা আলুর দম।