""ইড়িং তিড়িং ""

গরুর মতো শিং আছে দুটো
হাতির মত কান
হরিণের মত চোখ দুটো তার
সিংহ কেশর মান।
বাঘের মতন থাবা আর
জিরাফ রঙা শরীর
হনুর মতো লেজখানি তার
পেটটা পেটুক কুমির।
সবার মতন সব কিছু তার
'ইড়িং তিড়িং' প্রাণী।
সে যে আমার মোম দিয়ে গড়া
সাধের কলমদানি।