"" আমবনেতে ""
একটা বাগান আমগাছের ওই
সুমিষ্ট টস্ টস্
মুকুল তার বসন্তানন
মৌ গুঞ্জন যশ।
একটা দুটোয় কচি পাতা
দুধে আলতা রং
গোধূলি আলোয় স্নান করে সে
অনিমেষ অনুপম।
একেকটা ওই সবুজ পাতা
জীবনতরীর নাবিক
আমবাগানের ছায়ায় মিলায়
স্বপ্নপুরীর প্রেমিক।