!! বো তো বাহানা হ্যায়  !!



আয় আয় আয়... আয়

কমলাফুলির টিয়েটা
ইঁদুর মামার মিয়েটা
কই রে আমার পিয়েটা
ছুট্টে ছুটে আয়।

ভর দুপুরে ডাকছে কোলা
গাল গুলো সব ফোলা ফোলা
মেঘ আকাশে ঝোলা ঝোলা
ছুট্টে ছুটে আয়।

কই রে আমার হিয়েটা...

দিদির বাড়ি, মাসির বাড়ি
ফুল বেগুনি আর খিচুড়ি
সব ফুরোবে করলে দেরি
ছুট্টে ছুটে আয়।

কই রে আমার ঈ' য়েটা...

ইসবগুলের ভুসি
ফটকু দাদা চাষি
কইরে আমার নিশি
ছুট্টে ছুটে আয়।

(ওরা এলে)

ধেই ধেই ধেই ... ধেই
হেই হেই হেই ...হেই

হেই ডুগ ডুগ ডুগডুগ
ঢাম ঢাম ঢাম ঢাম
হেঁদি পেঁচি ছুঁচো মাচু
ভাটি ভুটি হুকু লুকু
ধিন্ ধিন্ তাকা তুকু
টিম্ টিম্ টিম্ তুম্ তা
টিম্ টিম্ টিম্ তুম্ তা
হিপ্পুড়ি হুপ্পুড়ি ধুপ্পুড়ি
হাই হুই পাই পুই চচ্চড়ি
টাকি টুকি টাকি টুকি টাকি টুকি
এই হুঁদো হাত তুলে নাচ দেখি !
সিধা নাচ, বাঁকা নাচ,
উল্টো পুল্টো
দুটি কান মোল তো।
ঢিপ ঢাপ্ পড়ে যায় পল্টো,
ওরে সাবধানে ,ওরে সাবধানে
ঠ্যাং ভাঙে , উরি বাবা হাত ভাঙে
ছড়ি মেরে পিঠ ভাঙে।
ওগো মা ছেড়ে দাও
মা গো কান ধরি, ছেড়ে দাও
এই টিয়ে ,মিয়ে, পিয়ে দিয়ে দে
ওরে চুরি করা খিচুড়ি দিয়ে দে।
নাও নাও, সব নাও
সব নাও সব নাও
ডাল ভাত তুমি খাও
তুমি খাও, তুমি খাও
এই বেলা ছেড়ে দাও
মা গো মুঠো চুল ছেড়ে দাও.. ...

হি হি।

মা গো তুমি বুদ্ধু কিছ্ছুটি বোঝোনা
ওই দ্যাখো, হিয়েদের,   ট্যাঁক ভরা বেগুনি, আর ধরা পাবে না। ..


(Mission 'distraction' successful ...😋 he he)