"ইকির মিকির"
ইকির মিকির চাম চিকির
চিমটি কাটার খুঁজছে ফিকির,
ফুলকো লুচি গাল দুখানায়
মিচকে হাসে খিকির খিকির।
ওঠবোস দেয়, হামাগুড়ি দেয়
দুম দাম দুম দরজা বাজায়,
সাবান গুলে মেঝেয় ঢেলে
সারাটা বিকেল ডিগবাজি খায়।
দেওয়াল খুঁচায়, চ্যাঁচায়,প্যাঁচায়
দেখলে হুলো মুখ ভ্যাঁঙচায়,
গুঁফো লোকে কইলে কথা
কায়দা করে গোঁফ খিমচায়।
এদিক লাফায়,ওদিক লাফায়
হাতের লাঠি ভেলকি নাচায়,
গুড় গুড় গুড় মেঘ ডাকলে
যাকে পায় তার পেট মলে দেয়।