*কি খাবে *

সুড়সুড়ি না গুড়মুড়ি
কি খাবে ? বলো-বলো
গুড়মুড়ি চাইলে কানমোলা ফ্রি
সুড়সুড়ি চাইলে পাবে পেসট্রি
তবে আছে এক শর্ত-😁
সুড়সুড়ি খেতে গিয়ে যদি হাসো একবারও
খেতে হবে কাঁচা মরিচ ছ' ছটি আস্ত।😜