"খাই খাই সুখ"
হুমদো জোয়ান মস্ত থালা
হাতা গুটিয়ে বসল ট্যালা
ম ম ঘর ভাতের গন্ধে
সবে তো হল পেটুক সন্ধ্যে
পাতিলেবু আর নুন পড়েছে
আসছে আলুভাজা
ভাত আসছে,ডাল আসছে
সঙ্গে পাঁপড়ভাজা,
হিঞ্চে বড়া,ডালের বড়া
দোর্মা পটল দেখে
মন যে তার লাফিয়ে ওঠে
খাই খাই এক সুখে।
কাবুলিছোলা,রাধাবল্লভী
কলার কোপ্তাকারী
হা রে রে রে লুঠ করি চল
আজকে ট্যালার বাড়ি,
ঝিঙে পোস্ত,কুমড়োর ঘ্যাঁট
লাবড়াও আছে নাকি?
ইলিশ ভাজা চিংড়ি মালাই
আন্ডা কারী বাকি ?
জিভেতে জল আর ঠেকেনা
আর বোলোনা ভাই
সকাল থেকে মনটা আমার
করছে যে খাই খাই।
এই খানেতে শেষ ভেবেছ?
আছে আরও আরও
মাঞ্চুরিয়ান,চিকেন চিলি
চপ কাটলেট,ধোকলা পুলি
মিষ্টি,পায়েস,জলভরা,দই
খাচ্ছে ট্যালা পাচ্ছে না থই
বিছানা থেকে উল্টে পড়ে
ভাবছে, খাবার আমার গেলো কই ?