"অ-রুচি"
পান্তামাসি পান্তামাসি!
জল কেন দাও ভাতে
আগের দিনের রাতে
কাজ ফুরোলে সকালবেলার
নুন লঙ্কা পাতে;
অমন খাবার রচে মুখে?
মন কি ভরে তাতে?
পাগলি ওরে বুঝবি কিরে
পান্তা ভাতের স্বাদ;
লঙ্কা ভাজা নুন পান্তা
খিদেয় আশীর্বাদ।
ওরে মেয়ে দেখত খেয়ে
নিন্দে করিস পরে
বস দেখি এই কোলের ওপর
পান্তা খাওয়াই তোরে।