"দোলন"

হাটুম বাটুম দোলন পায়ে
হাত দু হাতে ধরা
আয় আয় পাখি
শিস্ দিয়ে যা
মাথার ঝুঁটি নাড়া ।
দুধে দাঁতে মিষ্টি হাসি
বলনা পাখি ভালোবাসি
আয় আয় ফুল
পাপড়ি মেলে
দোদুল দুলে হাওয়ায় ভাসি।
কেমন মজা কাতুম কুতুম
দোলন দোলন পায়ে
আয় আয় নদী
ক্ষীরপুকুরে
আসবি কোলের নাও এ ?
তুই কি যাবি সর পুকুরে
বাম দিকেতে হেলি?
অমনি কোলে ঝপাং ঝাপুং
আনন্দেতে দুলি ।।

✨✨✨✨✨✨✨✨✨✨✨✨