"মেলা থেকে"

ডাম ডাম ডুম ডুম
পড়তে বসলে হাই ওঠে
খালি পায় ঘুম।
ভাই কিনেছে একটা মাদল,
নেচে নেচে পড়া হবে
তা ধুম তা ধুম ।।

🎵🎵🎵🎵