"পুতুল"
কলের খেলনা ভাল লাগে না
মাটির ডালা নিলাম
গোল গোল গোল চাঁদপানা মুখে
পুতুল গড়ে দিলাম।
টিকোল নাকে জুঁইয়ের কুঁড়ি
ঠোঁটে মিঠে হাসি
চুলের বেণী দিলাম এঁকে
মাথায় বাঁকা শশী।
পিটপিটে চোখ যত্ন করে
ছোট্ট দুটি হাত
পুতুল তুই সারাজীবন
খুব সুখী থাক।