"পড়া পড়া খেলা"
ধিতান ধিনা ধেই
সাপলুডোতো নেই
এপাশ ওপাশ ওপাশ ধপাস পড়ছি মজাতেই
দু হাত তুলে নেত্য করি যখন মানা নেই,
কী মজা, কী মজা ধিতান ধিনা ধেই।
ও ভাই ট্যালা, ওরে টুপাই চুপটি কেন বসে
ওঠ না বাপু, বাঁদর লাফাই বেশ দুজনে কষে
ওরে ও ভাই খাজা গজা আয় আমাদের পালে
দেখবি পড়ায় মজা কত দুম-দুমা-দুম তালে
খেলবি যদি দড়দড়িয়ে এক্ষুণি আয় চলে
সেই খেলাতে কেউ পাকা নয় সবাই এলেবেলে।