"" দোস্তি ""
গুলতি মেরে টাক তো ফাটে
সবাই জানে তা! !
আম পাড়া যায় নিশানা করে
পটু ফটিক দা।
গুলতি নিয়ে আমার কি কাজ ? আমি পাখি মারবো না !
রাখ তোমার গুলতি
নিয়ে এস 'সালতি'
চড়ব দুজন মাঠের জলে
শাপলা শালুক পদ্মফুলে।
প্যাঁক প্যাঁক প্যাঁক হাসের মত
শাপলা রেণু খাব যত।
আর, ডাহুক সনে করিয়ে দেব আমি তোমার দোস্তি।